• সোমবার, ২০ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর শহরের এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় এমবিশন পাবলিক স্কুল পরিচালক আতিক আহম্মেদ সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান।
জাতীয় সংগীত পরিবেশন শেষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে ছোট্ট শিক্ষার্থীদের বিস্কিট দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন ইভেন্টে ৫০টি খেলার মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদের মধ্যে উল্লেখ যোগ্য খেলা ছিল ব্যাঙ লাফ, মোরগ লড়াই, ১০০ মিটার দৌড়, স্মৃতি পরিক্ষা, দড়ি লাফানো, ব্যালেন্স দৌড়, গুপ্ত ধন উদ্ধার, বস্তা লাফ, বিস্কিট দৌড়, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো। সব শেষে অভিভাবকদের অংশ গ্রহণেও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, জেলা পরিষদ সদস্য আসমা আহমেদ, এমবিশন পাবলিক স্কুল অধ্যক্ষ অধ্যাপক জিতেনবদ্র চন্দ্র দাশ, স্কুল পরিচালক রফিউল আলম মইন, নুর ই লাইলা রিক্তা প্রমুখ।
এসময় অতিথিবৃন্দরা বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। কোনো শিক্ষার্থী যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেদিকে অভিভাবকসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মোবাইল আসক্তি কমাতে হবে।
বক্তারা আরো বলেন জননেত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। নারীরা এখন খেলাধুলাসহ সব দিক দিয়ে পুরুষদের সাথে কাঁধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে শিশু আগামীদিনের ভবিষ্যত। তাই শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *